প্রতিষ্ঠানের ইতিহাস: বিদ্যালয়টি বিশ্বনাথ উপজেলার দক্ষিণে এবং বালাগঞ্জ উপজেলার উত্তর প্রান্তে, বিশ্বনাথ উপজেলায় অবস্থিত। উভয় উপজেলার কয়েক জন শিক্ষনুরাগী ব্যক্তি ১৯৬৮ সালে অত্র এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই বালাগঞ্জ উপজেলার ( বর্তমান ওসমানী নগর থানা) ৯নং দয়ামীর ইউনিয়নের দৌলতপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী দানবীর আলহাজ্ব জমির আহমদ সাহেবের সাথে উক্ত বিষয়টি নিয়ে আলোচনা করেন। তিনি তাঁহাদের কে বিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরবর্তী সময়ে অত্র এলাকার সর্বস্তরের জনগনের উপস্থিতিতে আলহাজ্ব জমির আহমদ সাহেব বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় ভূমি সহ সকল আর্থিক ব্যয় ভার বহনে সম্মত হন এবং ১৯৬৯ সালে বিদ্যালয়টি “জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয়” নামে প্রতিষ্ঠা লাভ করে অদ্যাবধি শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
অজিত চন্দ্র দেব | 01712745498 |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
শাহী মো: গোলাম মোস্তফা | |||
রোকসানা ইয়াসমিন | |||
মোহাম্মদ নাজমুল ইসলাম | |||
কৃষ্ণধন বৈষ্ণব | |||
আবু রাইয়ূব |
২০০২ ইং সালে ৮ম শ্রেণীতে ১টি মেধাবৃত্তি। ২০০৭ ইং সালে ৮ম শ্রেণীতে ৩টি সাধারণ বৃত্তি। ২০১০ ইং সালে ৮ম শ্রেণীতে ১টি সাধারণ বৃত্তি লাভ। ২০০৫ ইং সালে এস,এস,সি তে ১ টি A+ এবং ২০০৯ ইং সালে এস,এস,সি তে ৩টি A+ লাভ।
শতভাগ ফলাফল অর্জন সহ বিশ্বনাথ উপজেলা তথা সিলেট জেলায় একটি আদর্শ ও ডিজিটাল মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপদান করা।
জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয়
ডাকঃ নতুন বাজার-3129
থানা: বিশ্বনাথ,
জেলাঃ সিলেট
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস